এয়ার পকেটে যখন জীবন টেকে

বাতাসের এক পঞ্চমাংশ অক্সিজেন। সুতরাং, মোট বাতাস লাগবে ২,৭৫০ লিটার বা ২,৭৫০,০০০ ঘন সেন্টিমিটার। তিন দিনে লাগবে ৮,২৫০,০০০ ঘন সেন্টিমিটার। সেটার ঘনমূল নিলে আসে ২০২  সে.মি.। অর্থাৎ, যদি ২ মিটার প্রতি বাহুর একটা ঘনক (কিউব) নেওয়া হয়, তাহলে সেখানে তিন দিন বাঁচার মতো বাতাস থাকবে। মানুষ সাধারণের চাইতে কম অক্সিজেনেও বাঁচতে পারে। সুতরাং, আরও ছোটো এয়ার পকেট হলেও এটা সম্ভব।

তারপর ২০০৬ সালে এটার রিমেক হয়েছে আবার।

সুতরাং বেশ কয়েকমাস আগে লঞ্চ ডুবিতে বাংলাদেশে একজন মানুষের এভাবে বেঁচে যাওয়ায় বিজ্ঞানের সাথে কোনো সংঘাত নেই।

কিন্তু সময় আর এয়ার পকেটের আকারের মধ্যে সম্পর্কটা কীরকম?

একজন মানুষ দিনে ৫৫০ লিটারের মতো অক্সিজেন নেয়।

বাতাসের এক পঞ্চমাংশ অক্সিজেন। সুতরাং, মোট বাতাস লাগবে ২,৭৫০ লিটার বা ২,৭৫০,০০০ ঘন সেন্টিমিটার। তিন দিনে লাগবে ৮,২৫০,০০০ ঘন সেন্টিমিটার। সেটার ঘনমূল নিলে আসে ২০২  সে.মি.। অর্থাৎ, যদি ২ মিটার প্রতি বাহুর একটা ঘনক (কিউব) নেওয়া হয়, তাহলে সেখানে তিন দিন বাঁচার মতো বাতাস থাকবে। মানুষ সাধারণের চাইতে কম অক্সিজেনেও বাঁচতে পারে। সুতরাং, আরও ছোটো এয়ার পকেট হলেও এটা সম্ভব।

নাইজেরিয়ার উপকূলে আড়াই দিন ডুবে থাকা জাহাজ থেকে একজনকে উদ্ধার করা হয়।

(বেঁচে যাওয়া মানুষটার মাথা অসম্ভব ঠান্ডা ছিল। আমি হলে সম্ভবত পাগল হয়ে যেতাম এই অন্ধকার জীবন্ত কবরে বসে বসে)

 

তথ্যসুত্র:

https://www.sharecare.com/health/air-quality/oxygen-person-consume-a-day

https://www.livescience.com/32586-what-is-an-air-pocket.html